বাজ পড়ে দাউ দাউ করে জ্বলল নারিকেল গাছ সোনাইয়ে
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : দোলযাত্রার প্রাক্কালে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল ঝড়, শিলাবৃষ্টি, ভারি বৃষ্টি এমনকি বজ্রপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনাইয়ে বজ্রপাতে একটি নারিকেল গাছে আগুন লেগে যায়। বৃহস্পতিবার রাতে সোনাই শহরের হাসপাতাল রোডের জনৈক ব্যক্তির বাড়িতে থাকা একটি লম্বা নারিকেল গাছের উপর বাজ পড়লে আগুন ধরে। বেশ কিছুক্ষণ গাছের মাথায় দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। ওই বাড়ির ঠিক উল্টো দিকে থাকা অন্য এক বাড়ির লোক জ্বলার দৃশ্যটি সরাসরি তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। তবে আগুন কী ভাবে নিভানো হল তা জানা যায়নি।
https://www.facebook.com/share/v/15BZvJGtEW/
