জিটিঘাটে অভিযান, গ্রেফতার এনএনসি-র তিন ক্যাডার
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : কাছাড় পুলিশ ও ৩৯ নং আসাম রাইফেলস যৌথভাবে অভিযান চালিয়ে এনএনসি-র তিন ক্যাডারকে গ্রেফতার করা হল। এক বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিলচর থেকে ৬০ কিলোমিটার দূরে গভীর রাতে অসম-মণিপুর সীমান্তের জিরিঘাট থানার অধীন ক্রোউলং গ্রামে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস অভিযান চালায়। অভিযানে নেমে তিন এনএনসি সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সোমবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাতো অভিযান ও গ্রেফতারের কথা জানান। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করে দশ দিনের জন্য পুলিশ হেফাজতে দেওয়ার আবেদন জানান। গ্রেফতারকৃত জঙ্গি সদস্যরা হলেন জিরিঘাটের চামটিলার দু’জন পাউনিং রংমাই (৪৫) ও দিতিউওয়াং রংমেই (৪০)। অপরজন জিরিঘাটেট নামডাইলঙের নামজাওরেই গ্যাংমেই (৪০)।
তিনি জানান, গত ১২ ডিসেম্বর অসম-মণিপুর সীমান্তের নামডাইলং গ্রামে গুলিতে নিহত এনএনসি উচ্চ পদমর্যাদার ক্যাডার গাইডিনচুংপাও রংমাই হত্যাকাণ্ডের সঙ্গে এই জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা সক্রিয় ক্যাডার বলে স্বীকার করেছে। এবং নাগা ন্যাশনালের জেলিয়ানগ্রং অঞ্চলে অ্যারিয়া কমান্ডার হিসেবে কাজ করে আসছে বলে জানায় তারা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।