শিলচর বাইপাসে দিনদুপুরে বাইক পুড়ে ছাই, পাশে নেই কেউই

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : দিনদুপুরে আগুনে পুড়ে ছাই গেল একটি বাইক। তবে বাইকের কোন মালিক পাশে দেখা যায়নি। ঘটনাটি ঘটেছে বুধবার  শিলচর বাইপাস রোডে। হঠাৎ দেখা যায় সড়কের পাশে দাউ দাউ করে জ্বলছে একটি বাইক। পাশে লোক নেই দেখে অনেকে এড়িয়ে যান ঘটনাটি।

কোন একটা ষড়যন্ত্র বা প্রমাণ মিটিয়ে দিতে বাইকটি পুড়িয়ে দেওয়া হয়েছে এমন ধারণা করছেন স্থানীয়  লোকরা। বাইকটিকে আগুন লাগার হদিশ পাওয়া যায়নি। ষড়যন্ত্র না দুর্ঘটনা এ নিয়ে উদ্বিগ্ন এলাকার নাগরিকেরা। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু কাপড় এ নিয়ে সন্দেহ ঘনীভূত হয় অনেকের।

শিলচর বাইপাসে দিনদুপুরে বাইক পুড়ে ছাই, পাশে নেই কেউই
শিলচর বাইপাসে দিনদুপুরে বাইক পুড়ে ছাই, পাশে নেই কেউই

Author

Spread the News