করিমগঞ্জে গান্ধী জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান প্রশাসনের
জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জেও ২রা অক্টোবর, বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়েছে। এতে বুধবার সকাল ১১টায় করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং, অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত, নির্বাচন আধিকারিক মংভে ইংহি, সহকারি আয়ুক্ত মানস প্রতিম বংজং, ডিডিএম এর ডিপিও সিজু দাস ও জেলা আয়ুক্ত কার্যালয়ের কর্মীরা অংশ গ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপস্থিত সব আধিকারিক ও কর্মীদের জেলা আয়ুক্ত অহিংসা এবং শান্তির শপথ বাক্য পাঠ করান।
এদিকে, এদিন এর আগে সকাল ৮ টায় করিমগঞ্জ জেলা প্রশাসন ও করিমগঞ্জ পুরসভার উদ্যোগে করিমগঞ্জ শহরের স্টেশন রোডস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে করিমগঞ্জের চক্র আধিকারিক জয় ক্রিস্টিনা এনগামলাই, উপ পুরপতি সুখেন্দু দাস, পুরসভার কার্যবাহী আধিকারিক প্রিতম শর্মা সহ বিশিষ্টজনেরা মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন জেলার অন্যান্য কার্যালয় এবং রাজস্ব চক্রেও অনুরূপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া গান্ধী জয়ন্তী সঙ্গে সঙ্গতি রেখে গত ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলা “স্বচ্ছতা হি সেবা” কার্যসূচীর অধীনে “স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা” থিম নিয়ে মঙ্গলবার করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পাথারকান্দি সাব ডিস্ট্রিক্ট এর অন্তর্গত ৫৪৪ নম্বর জোকিয়ালা কালীপ্রসন্ন নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।