জোনাই আসুনেতাকে অকারণে বেধড়ক পেটালেন ওসি, উত্তপ্ত পরিস্থিতি
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : আসুর এক কর্মীকে বেধড়ক পেটালেন এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে ধেমাজির জোনাইয়ে। পুলিশ আধিকারিকের এহেন ঘটনায় দোকানপাট বন্ধ রেখে তীব্র প্রতিবাদ জানান আসু কর্মী সহ স্থানীয়রা। জানা যায়, জোনাই পুলিশ ফাঁড়ির ওসি সূর্যকান্ত মরাং নিরীহ আসু কর্মীকে প্রাণে মারার চেষ্টায় নির্মম ও বর্বর অত্যাচার চালিয়ে গুরুতর আহত করেছেন। শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় ওসি জোনাই আঞ্চলিক ছাত্র সংস্থার উপদেষ্টা চন্দ্রকান্ত বরুয়ার ওপর নির্মম অত্যাচার চালান। এর বিরুদ্ধে শনিবার সকালে আসুর কর্মকর্তাদের সঙ্গে শতাধিক জনগণ জোনাই সদর থানার ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানান। অসীম সূর্যকান্তকে কঠোর শাস্তি সহ বরখাস্তের দাবি জানান।

আসু কর্মী চন্দ্রকান্ত বড়ুয়া জনাই থানায় একটি এফআইআর দাখিল করেন। মামলায় উল্লেখ করা মতে, শুক্রবার রাতে জোনাই বাজারে হনুমান মন্দিরে নাম কীর্তন চলছিল। বাইরে চন্দ্রকান্ত বরুয়ার সঙ্গে আরেকজন কীর্তন দেখছিলেন। সেসময় ওসি সূর্যকান্ত মরাং কোন কারণ না জানিয়ে সঙ্গে থাকা আরেক পুলিশ কর্মীর বন্দুক নিয়ে চন্দ্রকান্তের বুকে প্রচন্ড জুরে আঘাত করেন। এতে তাঁর তিনটি দাঁত ভেঙে যায়। এরপরও কান্ত হননি ওসি লাঠি নিয়ে ভেদড়ক প্রহার ও দাঁড়ানো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে গুরুতরভাবে আহত করেছেন। এদিকে চন্দ্রকান্তের সঙ্গে থাকা যুবককে রাস্তার উপর হাঁটু গেড়ে বন্দুক তাকিয়ে প্রাণনাশের হুমকি দেন।

চন্দ্রকান্তের গলার সঙ্গে সমস্ত শরীরে গুরুতর আঘাত রয়েছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য শনিবার ডিব্রুগড় মেডিক্যালে পাঠানো হয়েছে। নিরীহ আসুকর্মীকে প্রচণ্ড মারপিট করার প্রতিবাদে আসুকর্মী ও স্থানীয় জনগণ শনিবার সকালে জোনাই থানা ঘেরাও করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন।

আসুকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলার পাশাপাশি ওসি সূর্যকান্ত মরাংকে অবিলম্বে বরখাস্তের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দেন তাঁরা।