শিলচর শহরসহ বহু এলাকা জলের তলায়, নাজেহাল জনজীবন

বরাক তরঙ্গ, ৩১ মে : জলের তলায় শিলচর শহর সহ আশেপাশের বহু এলাকা। ভারি বৃষ্টিপাতে হাবুডুবু খেতে হচ্ছে শহরবাসীর। শহরের রাজপথ থেকে অলিগলি সবই জলের নিচে। শলচরের মন্দির দিঘীর পার, শিলংপট্টি, পঞ্চায়েত রোড, বিবেকানন্দ রোড ,ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে উঠায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির জমাজল অনেকর ঘরেও স্থান করে নিয়েছে। সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষের।

শিলচর শহরসহ বহু এলাকা জলের তলায়, নাজেহাল জনজীবন

জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে। উন্নয়নের নামে শিলচরের বিভিন্ন স্থানে সংস্কার কাজ শুরু হলেও জল নিষ্কাশন ব্যবস্থা যেন মুখ থুবড়ে পড়েছে। এমনকি শহরের বিভিন্ন স্থানে জমা জলের দরুন তীব্র যানজট সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ। শহরের জল নিষ্কাশন ও চলমান কাজের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন ভুক্তভোগীরা।

শিলচর শহরসহ বহু এলাকা জলের তলায়, নাজেহাল জনজীবন

Author

Spread the News