ভারি বর্ষণে মিজোরামে ব্যাপক ক্ষতি

বরাক তরঙ্গ, ৩১ মে : ভারি বৃষ্টি ও ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরাম। রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিধসের খবর পাওয়া গেছে।শুক্রবার রাত সাড়ে দশটায় লংতোলাই বাজার এবং চাঁদমারি এলাকায় জাতীয় সড়কে দুটি হোটেল সহ ছয়টি বাড়ি ধসে পড়ে।

চাম্পাই জেলা বিদ্যুৎ সরবরাহের ১৩২ কেভি লাইন আইজল জুয়াংতুই থেকে সাইচুয়াল জেলা পর্যন্ত শুক্রবার সকাল দশটায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারি বর্ষণে মিজোরামে ব্যাপক ক্ষতি

এদিকে, পূর্ব তুইপুই বিয়ালের সাজেপ গ্রামে ভূমিধসে একটি বাড়ি ও গাড়ি ধ্বংস হয়েছে। কোনও আঘাতের খবর পাওয়া যায়নি, তবে আসবাবপত্র ও বিছানাপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারি বর্ষণে মিজোরামে ব্যাপক ক্ষতি

Author

Spread the News