মেডিক্যাল ও ক্যান্সার হাসপাতালের রোগীর উপস্থিতিদের পুরো মাস সেহরি দিল ফাউন্ডেশন

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে এক মহৎ কাজ নিখুঁতভাবে সম্পন্ন করল সোনাইয়ের আর এফ এডুকেশনাল ফাউন্ডেশন। তাদের এমন কাজে সোনাইয়ের অধিকাংশর বেশি লোক প্রশংসার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে মাস ব্যাপী সেহরি বিতরণ কর্মসূচি সমাপ্ত হয় ফাউন্ডেশনের। এদিন রাতে সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, সোনাই পুরসভার সহ-সভাপতি শেখ সাহারুল আলম, দুই পুরসদস্যার প্রতিনিধি আজাদ হোসেন লস্কর ও আনসারুল হক লস্কর এবং ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আওলাদ হোসেন লস্কর রিংকু উপস্থিত ছিলেন।

মেডিক্যাল ও ক্যান্সার হাসপাতালের রোগীর উপস্থিতিদের পুরো মাস সেহরি দিল ফাউন্ডেশন

কর্মসূচি ছিল, এক রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত অর্থাৎ এক মাস শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের রোগী ও রোগীর উপস্থিতিদের সেহরির ব্যবস্থা করা। আর এফ এডুকেশনাল ফাউন্ডেশনের এই মহৎ কাজে দুই হাসপাতালের রোগীর সঙ্গে থাকা লোকরা উপকৃত হয়েছেন। ৩০ দিনে প্রায় ১৫ হাজার লোককে ফাউন্ডেশন সেহরির ব্যবস্থা করে।

মেডিক্যাল ও ক্যান্সার হাসপাতালের রোগীর উপস্থিতিদের পুরো মাস সেহরি দিল ফাউন্ডেশন

ফাউন্ডেশনের কর্তা আফসর হোসেন লস্কর জানান, কোনও দিন ৬০০ এর বেশী খাবার বিতরণ করেছেন। তিনি বলেন, ফাউন্ডেশনের এ কাজে অনেকেই সাহায্য অসহযোগিতা করেছেন। সবার সাহায্য সহযোগিতায় এই মহৎ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারা যায় বলেও উল্লেখ করেন। তিনি বিশেষ করে এ কাজে স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সারারাত জেগে খাবারের প্যাকেট তৈরি করে অসাধারণভাবে সহযোগিতা করেছেন। শেষদিনের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের হাতে শংসাপত্র সহ উপহার হিসেবে একটি পাঞ্জাবী তুলে দেওয়া হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই অসাধারণ কাজে আরএফ এডুকেশনাল ফাউন্ডেশন এক অনন্য নজির সৃষ্টি করেছে।

Author

Spread the News