সুপার ডিভিশন ক্রিকেট: বড় জয় ইটখলা অ্যাথলেটিকের
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি: উধারবন্দ টিটি ক্লাব বিরুদ্ধে একটি ম্যাচ বাদে জয়ের ধারা অব্যাহত রাখছে ইটখলা অ্যাথলেটিক ক্লাব। প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন লিগ টুর্নামেন্টে সোমবার তারা হারায় টাউন ক্লাবকে। ৪৫ রানের বড় ব্যবধানে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত এদিনের ম্যাচে ব্যাট ঘুরিয়ে নিতে পছন্দ করে ইটখলা অ্যাথলেটিক ক্লাব। ৩৫.৫ ওভার খেলে সবকটি উইকেটের বিনিময়ে প্রতিপক্ষ টাউন ক্লাবকে ১৫৫ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে নির্ধারিত করে দেয় তারা। এই টার্গেট খাড়া করতে শমিক দাস ২৫, সৌরভ সাহা ৩৪, ঋষভ দীপক ৩৩ ও নাসির উল্লাহ ৩৩ রানের যোগদান করেন। অতিরিক্ত থেকে আসে ৯ রান। উইকেট নেন অমন ছেত্রী ৩টি, ২টি করে নেন সাহিল হাসান লস্কর ও সাগর ছেত্রী। ১টি করে উইকেট নেন ভারত নেওয়ার ও প্রসেনজিৎ সরকার।
জবাবি ব্যাটিংয়ে নেমে ২৯ ওভারে ১১২ রানেই ফুরিয়ে যায় টাউন ক্লাব। তাদের ভারত নেওয়ার করেন ৫০ রানের এক সুন্দর ইনিংস। এছাড়া অনিকেত বাসফর ২৪ ও অনুভব দাস ১৪ রান করেন। বোলিংয়ে কামাল দেখান সাদেক ইমরান চৌধুরী। নেন ৪ টি উইকেট।

এছাড়া ঋষভ দীপক ও অনুরাগ সিনহা নেন ৩টি করে উইকেট। ম্যাচ পরিচালনায় ছিলেন রঞ্জন চন্দ ও প্রজ্জল দাস। স্কোরার দীলিপ কুমার দাস। ম্যাচে দিনের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ঋষভ দীপক। তার হাতে পুরস্কার তুলে দেন নন্দ দুলাল সাহা।