বাগপুরে উরুস ১৮ জানুয়ারি, জোরকদমে চলছে প্যান্ডেলের কাজ

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : আগামী ১৮ জানুয়ারি শনিবার রাতে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে অলিয়ে কামিল, শাহসূফী মকবুল হোসাইন বাগপুরী রহমতুল্লাহি আলাইহির উরুস মহফিল। এনিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও পীর বাগপুরীর উরুস মহফিলের প্রস্তুতিতে বিশাল প্যান্ডেলের কাজ জোরকদমে চলছে। নকশবন্দী মুজাদ্দিদি তরিকার উজ্জ্বল নক্ষত্র তথা উপত্যকার প্ৰখাত পীর মকবুল হোসাইন বাগপুরীর উরুস মহফিলে ধর্মপ্রাণ লোকের লোকারণ্য ঘটে। কাছাড় জেলায় বাগপুরের উরুসেই বৃহৎ ইসলামি সমাবেশ হয়ে থাকে। সোমবার মহফিলের প্রস্তুতি সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন উরুস কমিটির কর্মকর্তারা।

এনিয়ে বক্তব্য রাখতে গিয়ে পীরসন্তান মওলানা সাবির হোসেন চৌধুরী বলেন, এবার শাহসূফী মকবুল হোসাইন বাগপুরীর ৬২তম উরুস মহফিল অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারিতে। এদিন বাদ আসর কোরান খতমের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হবে। বাদ মাগরিব তরিকতের খতম ও ওয়াজ হবে। বাদ এশা মিলাদ শরীফ হবে। এরপর রাতব্যাপী ওয়াজ-নসিহত, হামদ ও নাতে রসুল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানের এজামরা। বাদ ফজর খতমে খাঁজেগান ও আখেরি মোনাজাতের মাধ্যমে উরুস মহফিলের সমাপ্তি ঘটবে।

উরুস মহফিলে ধর্মপ্রাণ লোকরা উপস্থিত হয়ে পুণ্য হাসিল করতে সবাইকে নিমন্ত্রণ জানান মওলানা সাবির হোসেন চৌধুরী। এছাড়া এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মওলানা আফজল হোসেন লস্কর, মওলানা ইসমেজুল হক লস্কর, ইবজাজুর রহমান চৌধুরী, মোহাম্মদ সুহেল লস্কর, শহিদ আহমেদ চৌধুরী, রুহুল আমিন চৌধুরী সহ অন্যান্যরা।