ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন বৃদ্ধ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : হৃদয়বিদারক ঘটনা! ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন ৭৬ বছরের এক বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাটিগড়ায়। রবিবার সকালে মহাদেবের নামে উৎসর্গ করা একটি ষাঁড় কাটিগড়ার জলাগ্ৰামের কৃষ্ণকান্ত সিংহকে (গান্ধী) আক্রমণে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে গ্ৰামের মানুষ আহত অবস্থায় বৃদ্ধ কৃষ্ণকান্ত সিংহকে নিকটবর্তী ফার্মাসি থেকে প্রাথমিক চিকিৎসা করে ঘরে পৌঁছে দেন।
ওইদিন সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর স্ত্রী বিছানায় গিয়ে ডাকাডাকি করলে কোন সাড়া পাননি। এরপর হাত দিয়ে নড়াচড়া করিয়ে দেখেন কৃষ্ণকান্ত সিংহের দেহে আর প্রাণ নেই। তিনি অন্যান্যদের ডেকে আনেন। বাকিরা এসে দেখেন তিনি মারা গেছেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী। তিনি ছিলেন নিঃসন্তান।
