কংগ্রেসের সোনাই ব্লক কমিটির মণ্ডল পুনর্গঠন শুরু
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : সোনাই বিধানসভা কেন্দ্রের সোনাই ব্লক কংগ্রেসের অধীনে থাকা গ্রাম পঞ্চায়েত এলাকাগুলির মণ্ডল কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার দিদারখুশ মণ্ডল কমিটি গঠন করা হয়েছে এবং সোমবার বিকাল ৩টায় নগদীরগ্রাম চান্দপুর মণ্ডল কমিটি গঠনের উদ্দেশ্যে এক সভার আয়োজন করা হয়। সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হুসেন বড়ভুইয়া অর্ফে আক্কার নেতৃত্বে ও পৌরোহিত্যে ৩৬১ নং নগদীরগ্রাম এলপি স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত সভায় মণ্ডল কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আক্তার হুসেন বলেন, আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশানুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকের মণ্ডল কমিটি পুনর্গঠন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সে অনুযায়ী শিলচর জিলা কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের ব্লক কমিটিগুলির গ্রাম পঞ্চায়েত এলাকায় মণ্ডল কমিটি গঠনের জন্য প্রকাশ্য সভার আয়োজন করা হচ্ছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের মনোনিত প্রার্থীরা সোনাইয়ে অধিকাংশ আসনে জয় নিশ্চিত করেছে এবং এবারও কংগ্রেসের প্রার্থীরা সংখ্যাঘরিষ্ঠ আসন জয়ী হবে বলে আসা ব্যাক্ত করেন তিনি। এবার মণ্ডল কমিটি গঠনের জন্য বয়সের সীমাবদ্ধতা রয়েছে। মণ্ডল কমিটির কার্যকরী কমিটির সদস্যদের বয়স ৫০ বছরের নিছে হতে হবে বলে জানান আক্কা।

এছাড়া বক্তব্য রাখেন সোনাই প্রাক্তন জিলা পরিষদ সদস্যার প্রতিনিধি ইজাজ হুসেন লস্কর। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তৈবুর রহমান মজুমদার, প্রাক্তন গ্রুপ সদস্য সাবির আহমেদ মজুমদার, কংগ্রেস কর্মী সেলিম উদ্দিন মজুমদার, সোনাই যুব কংগ্রেস সভাপতি রাকিব মজুমদার, মজরুল হক লস্কর প্রমুখ। এদিনের সভা পরিচালনা করেন নগদীরগ্রাম জিপির প্রাক্তন সভাপতি তাজ উদ্দিন বড়ভূইয়া।