সংক্রান্তির আগে টাকা না পেয়ে চরম সিদ্ধান্ত নেওয়া শ্রমিককে রক্ষা স্থানীয়দের
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : সংক্রান্তির প্রাক মুহূর্তে পারিশ্রমিক না পেয়ে চরম সিদ্ধান্ত নেওয়া শ্রমিককে রক্ষা করলেন স্থানীয়রা। ঘটনাটি ধলাইয়ের ইসলামাবাদের। জানা যায়, ভারত মালা সড়ক নির্মাণ কাজে নির্মাণ সংস্থার হয়ে ইসলামাবাদ একটি মাইনর ব্রিজ (ফ্লাই ওভারে) নির্মাণ কাজ করছেন অন্তত ২৫ জন শ্রমিক। তাদের অভিযোগ গত আড়াই মাস থেকে কোন প্রকারের পারিশ্রমিক হিসেবে টাকা পাননি তারা। সংক্রান্তির প্রাক মুহূর্তে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবি করেন শ্রমিকরা। গত দুই সপ্তাহ থেকে সংশ্লিষ্ট ঠিকাদার দিচ্ছি দিচ্ছি বলে সময় অতিবাহিত করেছেন। সংক্রান্তির একদিন আগে অনেক শ্রমিক পারিশ্রমিক না পেয়ে বাড়ি ফিরে যান। উপায়ান্তরহীন ১১ জন শ্রমিক একদিন আগ পর্যন্ত অপেক্ষায় ছিলেন। পাওনা পেয়ে গেলে সন্তান-সন্ততি নিয়ে পালন করবেন উৎসব। সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষ থেকে সোমবার বেলা ১১ টায় টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন। সেই মোতাবিক বাড়ি ফিরতে সবকিছু গুছিয়ে ছিলেন শ্রমিকরা। না সকাল গড়িয়ে রাত আটটা, পাওনা মিটিয়ে দিতে ঠিকাদারের পক্ষ থেকে আসেননি কেউই।
এদিকে, কালাইনের বাসিন্দা জনৈক শ্রমিকের আট বছরের শিশুপুত্র কালাইন বাজারে বাবার জন্য অপেক্ষা করছিল। বাবা আসবেন উৎসবের জন্য কেনাকাটা করা হবে। রাত ৮ টায় বাবাকে ফোন করে শিশুটি। টাকা পাইনি বাবার উত্তর শুনে কেঁদে উঠে শিশুটি, শিশুর কান্নায় বুক ফেটে যায় বাবারও। নিয়ে বসেন চরম সিদ্ধান্ত। নির্মাণ স্থল থেকে তিনি দৌঁড়ে জাতীয় সড়কে উঠে বাহনের সামনে ঝাঁপিয়ে নিজেকে শেষ করে দিতে চান। তখন সহকর্মী অন্যান্য শ্রমিক সহ স্থানীয় মানুষ তাঁকে আটকে বুঝিয়ে ক্যাম্পে নিয়ে আসেন। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল দশটার আগে যদি পাওনা টাকা না দেয়, তাহলে লিখিতভাবে বিষয়টি ধলাই পুলিশকে অবগত করাবেন। এদিকে, নির্মাণ সংস্থার সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি।
