গুয়াহাটিতে তরুণী চরম সিদ্ধান্ত
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : ফের গুয়াহাটিতে তরুণীর চরমপন্থা গ্রহণ। উরুকার দিনে গুয়াহাটিতে এক তরুণী চরম সিদ্ধান্ত নিয়েছেন। মহানগরের পূর্ব শরানিয়ার একটি ভাড়া ঘরে মৃতদেহ উদ্ধার হল তরুণীর। এই ঘরে একাই ছিলেন।
মৃত তরুণী ইশা ভরালি বলে পরিচয় পাওয়া যায়। বছর বাইশের ইশা ভরালি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার ঘর বিশ্বনাথ চারিআলিতে। তিনি পূর্ব শরানিয়ায় এক বন্ধুর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার বন্ধু গতকাল বাড়ি চলে গেছেন।
সোমবার একা থাকা অবস্থায় আত্মহত্যা করেন ইশা। তবে এই সিদ্ধান্তের কারণ এখনও জানা যায়নি। নগর পুলিশ তদন্ত শুরু করেছে। এ নিয়ে গুয়াহাটি মহানগরে সপ্তাহের মধ্যে তিন তরুণী আত্মহত্যা করেছেন।
