বড়খলা তেমাথায় আত্মসহায়ক দলের সভায় আক্রমণ, আটক

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : আত্মসহায়ক দলের মহিলারা ডিজিটাল লেনদেনের উপর সচেতনতা সভায় আক্রমণ করলেন কামাল উদ্দিন বড়ভূইয়া নামে এক ব্যক্তি। তিনি প্রাক্তন সেনা কর্মী একজন। ঘটনাটি ঘটেছে বড়খলা তেমাথায়। জানা গেছে, মঙ্গলবার বড়খলা তেমাথায় আত্মসহায়ক দলে মহিলা জাগরণ সিএলএফের উদ্যোগে ডিজিটাল লেনদেনের উপর এক সভা আয়োজন করা হয়। সভা চলাকালীন বড়খলার প্রাক্তন সেনা কর্মী কামাল উদ্দিন বড়ভূইয়া হাল্লা চিৎকার করে পেছনের কয়েকটি চেয়ার ছুঁড়ে ফেলেন। কেননা তার জমিতে কয়েকজন মহিলা চেয়ার নিয়ে বসে পড়ে ছিলেন। ভাইয়ের সঙ্গে বিবাদ থাকায় তার জায়গায় মহিলাদের বসা সহ্য হয়নি, আত্মসহায়ক অফিসটি তার ভাইয়ের জায়গায়। এতে উপস্থিত মহিলারা বাধা দেওয়ার চেষ্টা করলে কামাল উদ্দিন মহিলাদের উপর আক্রমণ করেন বলে অভিযোগ।

উপস্থিত মহিলারা তাকে ঘিরে রেখে পুলিশে খবর দিলে সঙ্গে সঙ্গে বড়খলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কামাল উদ্দিনকে থানায় নিয়ে যায়। পরে আত্মসহায়ক দলের মহিলারা বড়খলা থানায় কামালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।এদিন সংবাদ মাধ্যমে ঘটনার কথা বিস্তারিত জানান আত্মসহায়ক দলের  ক্লাস্টার লেভেলের সঙ্গীতা সিংহ, ব্লক পোগ্রাম ম্যানেজার মনোরঞ্জন সুত্রধর সহ অন্যান্যরা।

বড়খলা তেমাথায় আত্মসহায়ক দলের সভায় আক্রমণ, আটক

Author

Spread the News