পুরানো কার্ডেই চলবে কাজ, জানালো কেন্দ্র

২৭ নভেম্বর : সোমবার নতুন প্যান কার্ড চালুর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই কার্ডে যুক্ত হবে ডায়নামিক কিউআর কোড। তবে যাঁদের ইতিমধ্যে প্যান কার্ড রয়েছে, তাঁদেরও কি ফের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে? এই প্রশ্ন ছিল অনেকের মনে। বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, যাঁদের প্যান কার্ড রয়েছে, তাঁদের নতুন করে আবেদন করার কোনও প্রয়োজন নেই। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও বদলের প্রয়োজন নেই।

কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। পাশাপাশি লেনদেনের গতি বাড়বে। ডিজিয়াল জালিয়াতি থেকেও অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে। ‘প্যান ২.০’ চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটিই পোর্টাল চালু হবে।

পুরানো কার্ডেই চলবে কাজ, জানালো কেন্দ্র

Author

Spread the News