“জনগণ চাইলে ফ্লাইওভার নির্মাণ হবে, বিরোধিতা করলে হবে না” স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শর্মা
বড়জালেঙ্গায় মুখ্যমন্ত উদ্যামিতা চেক বিতরণ বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ নিয়ে বিরোধিতার বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী জানালেন—উন্নয়নই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য। শনিবার বড়জালেঙ্গায় উদ্যমিতা চেক বণ্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার প্রসঙ্গে স্পষ্ট জানান, “জনগণ চাইলে ফ্লাইওভার নির্মাণ হবে, বিরোধিতা করলে হবে না।” তিনি আহ্বান…