অগপ শিলচর বিধানসভা কেন্দ্র কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : অগপর নবগঠিত শিলচর বিধানসভা কেন্দ্র কমিটির প্রথম কার্যকরী সভা রবিবার সন্ধ্যায় শিলচরের ট্রাঙ্ক রোডস্থিত অগপ কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কেন্দ্র কমিটির নবনিযুক্ত সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন)। সভায় উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত শর্মা ও মোমিনুল হক লস্কর, সংখ্যালঘু পরিষদের জেলা…