হিমন্তের কোলে সোনাইয়ের খাটো মুজিবুর

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি ঘর চাইতে এসেছিলেন। এ নিয়ে নিশ্চয়তা তো পেলেনই, সঙ্গে আবার তাকে কোলেও টেনে নিলেন মুখ্যমন্ত্রী। বয়স ৪০ পেরিয়ে গেলেও শারীরিকভাবে এখনও খর্বকায়ই রয়ে গেছেন মুজিবুর রহমান। বাড়ি কচুদরম এলাকার দক্ষিণ মোহনপুর পঞ্চম খণ্ডে। শারীরিক এই ঘাটতির সঙ্গে আবার তার আর্থিক অবস্থাও খুব সঙ্গীন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দীর্ঘদিন ধরেই নানা জনের দরবারে ঘুরছিলেন তিনি। কিন্তু কোথাও তার চেষ্টা ফলপ্রসু হচ্ছিল না। তাই বৃহস্পতিবার সরাসরি হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে।

মুখ্যমন্ত্রী এদিন ভরাখাইয়ে “ইন্টিগ্রেটেড ডিসি অফিস”-এর শিলান্যাস করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য, অন্যান্যদের সহায়তায় মুজিবুর আগে থেকেই উপস্থিত ছিলেন সেখানে। মুখ্যমন্ত্রী শিলান্যাস করার পর কিছু লোক মজিবুরকে তার সামনে নিয়ে যান। মুজিবুর প্রধানমন্ত্রী আবাস না পাওয়া নিয়ে তার দুঃখের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। তার কথা শুনতে শুনতে আদর করে এক সময় মুখ্যমন্ত্রী তাকে কোলে টেনে নেন। এবং প্রতিশ্রুতি দেন শীঘ্রই প্রধানমন্ত্রী আবাস দেওয়া হবে তাকে।

Author

Spread the News