কোকরাঝাড় থেকে আরও দুই জিহাদি গ্রেফতার, উদ্ধার অস্ত্রসহ গোলাবারুদ

কোকরাঝাড় থেকে আরও দুই জিহাদি গ্রেফতার, উদ্ধার অস্ত্রসহ গোলাবারুদ

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : ‘অপারেশন প্রঘাত’ অভিযান চালিয়ে আনসারউল্লা বাংলা টিম-এর আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে এসটিএফ । এর সঙ্গে উদ্ধার হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। মঙ্গলবার রাতে কোকরাঝাড় জেলা পুলিশের সহায়তায় পৃথক দুই অভিযানে ‘গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন’ (ডিটিও)-এর দুই জিহাদিকে গ্ৰেফতার করে এসটিএফ। কোকরাঝাড় সদর থানা অধীন জয়পুর এলাকার নামাপাড়ায় অভিযান চালিয়ে আবদুল জাহের শেখকে (৩০) গ্ৰেফতার করা হয়েছে।

এর পর কোকরাঝাড় জেলারই অন্তর্গত শেরফাংগুড়ি থানা অধীন কাচিপাড়া বাজারে জনৈক ওসমান আলির বাড়িতে অভিযান চালিয়ে রামফিল বাজারের বাসিন্দা সাব্বির মির্ধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উভয়ের হেফাজত থেকে এসটিএফ বিপুল পরিমাণের অবৈধ অস্ত্রশস্ত্র ও গোলাবরুদ সহ বহু নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।

কোকরাঝাড় থেকে আরও দুই জিহাদি গ্রেফতার, উদ্ধার অস্ত্রসহ গোলাবারুদ

Author

Spread the News