শিলচর-আইজল জাতীয় সড়কে তেল ভর্তি ট্যাঙ্কার পুড়ে ছারখার

রাজীব মজুমদার, ভাইরেংটি।
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : অয়েল ট্যাঙ্কার পুড়ে ছারখার হয়ে গেল। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে  শিলচর-আইজল জাতীয় সড়কের  মিজোরামের ভাইরেংটি পুলিশ চেক পোস্টের কাছে বুধবার রাত ১০টা নাগাদ। আগুনে ভস্মীভূত হয় চলন্ত অবস্থা ১৪ চাকার তেল ভর্তি ট্যাঙ্কার। অসম থেকে মিজোরামে প্রবেশ করার পথে আকষ্মিক অগ্নিকাণ্ডটি ঘটে ট্যাঙ্কারে। অসমের ধলাই থেকে অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তেল ভর্তি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে আতঙ্কের সৃষ্টি হয়। ট্যাঙ্ক বিস্ফোরণ হওয়ার ধারণায় মিজোরাম অভিমুখে যাওয়া গাড়ি গুলোকে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে আটকে দেওয়া হয়। অনুরূপভাবে মিজোরাম থেকে আসা বাহন গুলো আটকে থাকে ভাইরেংটিতে। আধঘণ্টা পর ধলাই থেকে অগ্নি নির্বাপক বাহিনী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। ঘণ্টাখানেক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে মিজোরামের দিক থেকে কোনও দমকল ইঞ্জিন পৌঁছায়নি সূত্রে জানা যায়।

শিলচর-আইজল জাতীয় সড়কে তেল ভর্তি ট্যাঙ্কার পুড়ে ছারখার

এ ঘটনায় রাত সাড়ে দশটা থেকে বারোটা অবধি জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর রাত বারোটার পর উভয় দিকের বাহন গুলো যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় সড়ক। অয়েল ট্যাঙ্কারে অগ্নিসংযোগের কারণ জানা যায়নি।

শিলচর-আইজল জাতীয় সড়কে তেল ভর্তি ট্যাঙ্কার পুড়ে ছারখার

Author

Spread the News