ধান ক্রয়ের খোঁজখবর নিতে হাইলাকান্দিতে মন্ত্রী কৌশিক

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : খাদ্য ও অসামরিক সরবরাহ উপভোক্তা, খনি এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রাই হাইলাকান্দি জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের খোঁজ খবর নীতি বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা সফর করেন। সফরকালেতিনি কৃষকদের সঙ্গে কথাবার্তা বলে।

এ দিন বোয়ালিপার ধান ক্রয় কেন্দ্রে এক সভার আয়োজন করা হয়। সভায় মন্ত্রী কৌশিক রায় বলেন, কৃষকদের আয় বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার থেকে ধান ক্রয়ের ন্যূনতম মূল্য ২৩০০ টাকায়  বাড়ানো হয়েছে – যা বাজার মূল্য থেকে বেশি। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারের পৌরোহিত্যে সভায় জেলার কৃষক প্রতিনিধিরা অংশ নেন।

ধান ক্রয়ের খোঁজখবর নিতে হাইলাকান্দিতে মন্ত্রী কৌশিক

Author

Spread the News