বাজারিছড়ায় সুশাসন দিবস উদযাপন

বাজারিছড়ায় সুশাসন দিবস উদযাপন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবাৰ্ষিকী উপলক্ষে ২৫শে ডিসেম্বর দেশজুড়ে সুশাসন দিবস উদযাপন করা হয় বিজেপির সাংগঠনিক পর্যায়ে। এরই অঙ্গ হিসেবে বুধবার বিকালে বাজারিছড়া কালাছড়া নিবাসী সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির কর্মী অনুপ দে-র বাসভবনে ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীজির শততম জন্মদিবস উদযাপন করা হয় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে কালাছড়া পাঁচ নম্বর গ্রুপের প্রায় দেড় শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।

বাজারিছড়ায় সুশাসন দিবস উদযাপন

এদিন প্রথমে বাজপেয়ীজির অস্থায়ী প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি হৃষিকেশ নন্দী। পরে ক্রমান্বয়ে পুষ্পার্ঘ্য প্রদান করেন বাজারিছড়া জিপির প্রাক্তন সহ সভাপতি রজত নাগ, স্থানীয় ১৪০ নং বুথের সভানেত্রী কুমুদিনী সূত্রধর সহ বিজেপি কর্মী সর্বজিত পাল, কনক চক্রবর্তী, গৌতম সিংহ, অনুপ দে প্রমুখ। পরবর্তীতে বাজপেয়ীর বর্ণময় জীবনী তথা সুশাসন দিবস সম্পর্কে সারগর্ভ বক্তব্য প্রদান করেন বরিষ্ট বিজেপি নেতা হৃষিকেশবাবু।অনুষ্ঠানের শেষপ্রান্তে উপস্থিত সবাইকে স্বল্পাহার প্রদান করে এদিনের কার্যক্রম সম্পন্ন করা হয়।

বাজারিছড়ায় সুশাসন দিবস উদযাপন

Author

Spread the News