কালারিপায়াত্তু জাতীয় গেমসে শিলচরের হেমন্ত

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : জাতীয় গেমসের জন্য কালারিপায়াত্তু মার্শাল আর্ট রাজ্য দলে স্থান করে নিলেন শিলচরের হেমন্ত দাস।
কালারিপায়াত্তু ফাইটিং ইভেন্টে অসমের প্রতিনিধিত্ব করবেন তিনি। গোয়ার বেশ কয়েকটি স্থানে জাতীয় গেমসের বিভিন্ন ইভেন্ট হচ্ছে। অসম ইতিমধ্যে চারটি সোনা, তিনটি রুপো ও আটটি ব্রোঞ্জ নিয়ে দ্বাদশ স্থানে রয়েছে।

কালারিপায়াত্তু জাতীয় গেমসে শিলচরের হেমন্ত

আসরে কালারিপায়াত্তু ইভেন্ট হবে পাঞ্জিমে ৬-৮ নভেম্বর। প্রতিযোগিতার জন্য ১৭ জনের রাজ্য দল হয়েছে। দলে পুরুষ সদস্য রয়েছেন দশজন ও সাতজন মহিলা। জাতীয় গেমসের মতো মর্যাদাসম্পন্ন আসরের জন্য হেমন্তর রাজ্য দলে অন্তর্ভুক্তিতে সন্তোষ প্রকাশ করেন কাছাড় জেলা কালারিপায়াত্তু সংস্থার সভাপতি সুদীপ পাল ও সচিব রামজয় দাস। এর আগে এই সংস্থার দুই খেলোয়াড় তামিমা চৌধুরী ও রূপসি দাস খেলো ইন্ডিয়ায় রাজ্য দলের প্রতিনিধিত্ব করেছিলেন। প্রথমবারের মতো জাতীয় গেমসে সংস্থার কোন খেলোয়াড় প্রতিনিধিত্ব করবেন। হেমন্তর প্রশংসা করেন তাঁর কোচ রামজয় দাস।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News