জিরিবামের মংবুং ও সেজাং এলাকায় চলছে গোলাগুলি, অল্পের জন্য রক্ষা পরিবারের
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : জিরিবামের মংবুং ও সেজাং এলাকায় বন্দুকধারী দুই পক্ষের গোলাগুলি শুরু হয়েছে শুক্রবার রাত নয়টা থেকে। দুই পক্ষের গোলাগুলিতে লক্ষ্য ভেদ করে জনবসতি এলাকায় গুলি এসে পড়ছে। জিরিবাম কাছিমপুর (বালিজুরি) এলাকার একটি পরিবারের লোকরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বন্দুকের গুলি আকবর আলির ছেলে সাবির আহমেদের টিনের চাল অতিক্রম করে বন্দুকের গুলি ঘরে প্রবেশ করেছে। ঘরের ঢেউ টিন ফেটে ঘরেই পড়েছে বন্দুকের গুলি। ভাগ্যচক্রে গুলি ঘরে পড়লেও কারও উপরে পড়েনি। পরিবারের সবাই অক্ষত অবস্থায় রয়েছেন।
মংবুং ও সেজাং ভিলেজের পাশে থাকা পরিবারের লোকজন ঘরবাড়ি ছেড়ে রাতের অন্ধকারে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। আজ রাতে প্রবল গুলিবর্ষণ চলছে। এলোপাতাড়ি গুলি যত্রতত্র এসে পড়ছে। গুলির শব্দে রাতের ঘুম উবে নিকটবর্তী গ্রামের লোকদের। এতে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে।