চতুর্থ বারের মত রক্তদান শিবির সহ হিমোগ্লোবিন পরীক্ষা রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : রাধামাধব কলেজ হেল্থ কেয়ার সেন্টার ও রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রক্তদান শিবিরে কলেজ পড়ুয়া, অশিক্ষক কর্মচারী, কলেজ প্রাক্তনী নিয়ে সর্বমোট একুশ জন রক্তদাতা স্বতঃস্ফূর্ত ভাবে এসে সেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে মেয়েদের উপস্থিতির হার ছিল উল্লেখনীয়, যদিও অনেক মেয়েদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় তাদেরকে রক্তদান থেকে বিরত রাখতে হয়েছে। উল্লেখ্য এদিন রক্তদান শিবিরের পাশাপাশি হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ দেবাশিস রায়, আইকিউএসি-র কো-অর্ডিনেটর সোনালি চৌধুরী, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডঃ অসীমা রায়, বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি মনোজ কুমার পাল, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত সহ ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় অফিস সম্পাদক প্রবাল বনিক, কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ সহ-সভাপতি রঞ্জিতকুমার মিশ্র, সহ-সম্পাদক অনুপ দত্ত, যুগ্ম সম্পাদক শিবম দাস, কার্যকরী সদস্য মৃন্ময় রায় প্রমুখ।
সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। শিবিরে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন টেকনিশিয়ান যাদব বড়ুয়া সহ প্রিয়াঙ্কা সিনহা, মমতা রাজবংশী, আয়ন চাকমা, শান্ত সিনহা, রাহুল মালা প্রমুখ।
শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে ডঃ মনোজ কুমার পাল, দেবব্রত পাল, সব্যসাচী রুদ্রগুপ্ত, ডঃ শবনম বাহার বড়ভূঁইয়া, রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী ,অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডঃ অসীমা রায় সহ অন্যান্যরা।
এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোজ কুমার পাল বলেন, আমরা বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে সবসময়ই রক্তদান আন্দোলনে এগিয়ে আসার জন্য সবাইকে উদ্বোদ্ধ করে থাকি। রক্তদানের মতো মহতী কাজে এগিয়ে আসার জন্য রাধামাধব কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। এদিকে রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডঃ অসীমা রায় জানান রাধামাধব কলেজ হেল্থ কেয়ার সেন্টারের দায়িত্বে থেকে বিগত কুড়ি বছর ধরে কাজ করেছেন তিনি। এই কুড়ি বছরে হয়তো অনেক কম ডাক্তার আছেন যারা রাধামাধব কলেজে আসেননি। বিগত দিনে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র ছাত্রীদের পরামর্শ প্রদান করে গেছেন ডাক্তাররা। রাধামাধব কলেজ হেল্থ কেয়ার সেন্টার এর আগে তিনবার রক্তদান শিবির আয়োজন করেছে, এটা চতুর্থ রক্তদান শিবির বলেন অসীমা। তিনি জানান প্রতিবছরই রক্তদান শিবিরে মেয়েদের উপস্থিতির সংখ্যা উৎসাহব্যঞ্জক থাকে, এবছরও তার ব্যতিক্রম হয়নি।
রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী রক্তদান শিবির আয়োজনে এগিয়ে আসার জন্য বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জানান সব্যসাচী রুদ্রগুপ্তের আন্তরিক সহযোগিতার জন্যই এদিনের রক্তদান শিবির আয়োজন সম্ভব হয়েছে এবং অনুষ্ঠানটি সফল রূপ পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে রাধামাধব কলেজের অধ্যাপক যথাক্রমে নবনিতা দেবনাথ, অর্চিস্মিতা রায়, সুরভি ঘোষ, শবনম সারংশা, সি এইচ মণিকুমার সিংহ, এম সানি সিংহ ও সুমিতা বসু, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার প্রমুখ উপস্থিত থেকে সকল রক্তদাতাদের হাতে শংসাপত্র ও মেডেল তুলে দেন।