পাথারকান্দি ফুটবলে জয়ী নালিবাড়ি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের টাইব্রেকারে জয়ী হল নালিবাড়ি একাদশ। তারা প্রতিপক্ষ কটামনি এফসি একাদশকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পেয়ে যায়।শুক্রবার মুণ্ডমালা খেলার মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনামূলক ম্যাচে নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। পরে খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে ৩-১ গোলে জয়ী হয় নালিবাড়ি ম্যাচে পরিচালনা করেন আলি আহমেদ, মনজুর আহমেদ ও জুবায়ের আহমেদ।শনিবার নিলামবাজার এফসি একাদশ মুখোমুখি হবে সলগই এফসি একাদশের বিরুদ্ধে।