বাউল গানে পাহাড় মাতিয়ে এলোকরিমগঞ্জের শুভঙ্কর

উমরাংশুতে রামকৃষ্ণ সেবা সমিতির সাংস্কৃতিক সন্ধ্যা

পিএনসি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : চারিদিকে প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘেরা, পাহাড় থেকে সমতল ঝর্ণা থেকে পশুপক্ষী সব কিছুর ভরপুর পাহাড়ি উপত্যকার “ডিমা হাসাও” জেলার অন্যতম সংস্কৃতির ভূমি উমরাংশুতে গ্রাম বাংলার বাউল ও শ্যামা সঙ্গীতের এবং ঠাকুর রামকৃষ্ণের সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন বাউল শিল্পী শুভঙ্কর বাউল। তার সঙ্গে ছিলেন শিল্পী দীপশিখা দেব নাথ।

উমরাংশু রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতে মধুর কন্ঠে কয়েকটি শ্যামা সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দীপশিখা দেব নাথ তার গাওয়া সঙ্গীতের মধ্যে “একবার বিরাজগো মা”, “একবার নাচো গো নাচো গো শ্যামা” “আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে” প্রেম ভরে মনে গাও রামকৃষ্ণ নাম” ডুব ডুব রূপ সাগরে”।

বাউল গানে পাহাড় মাতিয়ে এলোকরিমগঞ্জের শুভঙ্কর

পশ্চিমবঙ্গের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের স্বনামধন্য বাউল শিল্পী তথা বরাক বাউল ব্যান্ডের বিশিষ্ট বাউল শিল্পী শুভঙ্কর বাউল তার সুমধুর কন্টে পর পর বেশ কয়েকটি বাউল সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান স্থল মাতিয়েদেন। তার গাওয়া উল্লেখ্য যোগ্য সঙ্গীতার মধ্যে “চাঁদের গায়ে চাঁদ লেগেছে” “স্বার্থ ছাড়া শুধু ভালবেসে আমার মা” নদী ভরা ঢেউ,” শিল্পীদের যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেন সিন্তেসাইজারে দিবাকর দাস, তবলায় তুষার কান্তি দাস, অক্টোপেড়ে তুষার কান্তি দে।

Author

Spread the News