নাম বদল, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ লোয়াইপোয়া মণ্ডল বিজেপির
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণে রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন লোয়ারইপোয়া মণ্ডল বিজেপি কর্মকর্তারা। বুধবার বিকেলে এক সাংবাদিক বৈঠক করে মণ্ডল সভাপতি হৃষীকেশ নন্দী সহ গেরুয়া শিবিরে অন্যান্য কর্মকর্তারা বলেন, জেলাবাসীর তথা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার। তাই গতকাল মঙ্গলবার জনতা ভবনে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে জেলার নতুন নাম শ্রীভূমি করা হয়। এতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাকে মণ্ডল বিজেপি সভাপতি হৃষীকেশ ধন্যবাদ জানান। তিনি বলেন, ১৯১৯ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট সফরকালে এই অঞ্চলকে সুন্দরী শ্রীভূমি বলে আখ্যায়িত করেছেন।তাই কবিগুরুকে যথার্থ সম্মান প্রদর্শন সহ ভারতীয় ঐতিহাসিক পটভূমিকে শ্রদ্ধা জানিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকে মান্যতা প্ৰদানের জন্য মুখ্যমন্ত্রী ও পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মণ্ডল সভাপতি এটাও উল্লেখ করেন বিজেপি সরকারের জন্য এমনটা সম্ভব হয়েছে। পরে এ মর্মে কথা বলতে গিয়ে চাঁন্দখিরা জিপির প্রাক্তন সভাপতি অনিলকুমার তেওয়ারিও এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তৎসঙ্গে বলেন, করিমগঞ্জ নামটা অতীত। এখন সনাতনী পরম্পরা অনুসারে কবিগুরুর কর্তৃক দেওয়া শ্রীভূমি নামটি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ফলে এই দিনটি আমাদের কাছে অতি তাৎপর্যপূর্ণ দিন, যা কখনো ভুলার মত নয়।
মণ্ডল সহসভাপতি অনন্ত নাথ, মণ্ডল সাধারণ সম্পাদক কিশোর চৌধুরী ও জেলা চা মোর্চার পক্ষে বিশ্বজিৎ গোয়ালা প্রত্যেকেই এই নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানান। বাজি ফুটিয়ে মিষ্টি মুখ করে নিজেদের খুশি জাহির করেছেন সবাই। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কিষান মোর্চার সভাপতি অমিতাভ দে, জেলা টি বোর্ডের চেয়ারম্যান মধুসূদন লোহার, কিষান মোর্চার মণ্ডল সভাপতি স্বপন দাস প্রমুখ।