যুবকের সঙ্গে ঝগড়া করে সদরঘাট সেতু থেকে ঝাঁপ স্কুল ছাত্রীর

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : যুবকের সঙ্গে ঝগড়া করে বরাক নদীতে মরণ ঝাঁপ দিল এক স্কুল ছাত্রী। কিন্তু মৎস্যজীবীরা তাৎক্ষণিক নৌকা নিয়ে ছাত্রীকে জীবন্ত উদ্ধার করতে সক্ষম হন। বৃহস্পতিবার দিনদুপুরে শিলচর শহরের সদরঘাট সেতুতে ঘটেছে এ ঘটনাটি।

জানা যায়, শিলচর মালুগ্রাম অঞ্চলের ওই ছাত্রী আজ দিনের বেলা আত্মহত্যা করতে সদরঘাট পুরানো সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেয়। ঘটনাটি প্রত্যক্ষ করেন পথচারীরা। এরপর সবার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেসময় নদীতে থাকা তিনজন জেলে নৌকা নিয়ে তাৎক্ষণিকভাবে পৌঁছে এবং ছাত্রীকে জীবন্ত উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

যুবকের সঙ্গে ঝগড়া করে সদরঘাট সেতু থেকে ঝাঁপ স্কুল ছাত্রীর

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের পোশাক পরিধান করা ছাত্রী স্কুটি করে এক যুবকের সঙ্গে প্রথমে সদরঘাটের সেতুতে উপস্থিত হয়। সেতুর মধ্যে দুজনের মাঝে কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একসময়ে ছাত্রীজনে সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেয়। ঘটনার পর সেই যুবক সেখান থেকে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শী যুবক জন হয়তো ছাত্রীর প্রেমিক ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Author

Spread the News