হাতিখিরা হাসপাতালে লেবার রুমের উদ্বোধন
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : দীর্ঘ প্রতীক্ষার পর লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা কমিউনিটি হেলথ সেন্টারের (সিএইচসি) লেবার রুমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পাথারকান্দি সমজেলার সিডিসি মিনার্ভা দেবী আরাম্বাম ফিতা কেটে প্রসব কক্ষের উদ্বোধন করেন।
রবিবার উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিডিসি জানান, বর্তমানে এখানে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নেই। তবে ডেলিভারি সেকশন পুরোপুরি চালু হলে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য বিভাগীয় পর্যায়ে আবেদন জানানো হবে। প্রথম পর্যায়ে কর্মী সঙ্কটের কারণে লেবার রুমের পরিষেবা স্বল্প ক্ষমতার সঙ্গে শুরু করা হবে। এখন পরিষেবা সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বহাল থাকবে।

সিডিসি আরও জানান, হাতিখিরা চিকিৎসা কেন্দ্রে বর্তমানে সীমিত সংখ্যক কর্মী থাকায় সপ্তাহের ২৪ ঘণ্টা পরিষেবা প্রদান সম্ভব হচ্ছে না। তবে তিনি আশাবাদী, শীঘ্রই এই সমস্যা দূর হবে। বৃহত্তর পাথারকান্দিতে ল্যাব টেকনিশিয়ান, এএনএম এবং ফার্মাসিস্টের সংখ্যা কম উল্লেখ করে তিনি বলেন, এই সঙ্কট রেশনালাইজেশনের মাধ্যমে সমাধান করা হবে, যাতে জনগণ সহজেই স্বাস্থ্যসেবা পেতে পারে।

সম্প্রতি হাতিখিরা হাসপাতালের অস্থায়ী কর্মী প্রসেনজিৎ আকুড়ার খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে সিডিসি জানান, এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে এবং ক্ষতিপূরণের বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে। এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের সাথে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্টেন্ট কমিশনার রূপক মজুমদার, পাথারকান্দি বিপিএইচসি-র এসডিএম অ্যান্ড এইচও ডাঃ বিকে সিং, মেডিক্যাল অফিসার ডাঃ দেবরাজ দেবনাথ, ডাঃ অনুরাগ দে, বিপিএম সৌমেন্দ্র দাস, এসআই সুব্রত দাস এবং হাতিখিরা চা বাগানের জেনারেল ম্যানেজার প্রমুখ।