পরিতোষ পাল চৌধুরীর বার্ষিকী পালন চিলচরে
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : রবিবার শিলচরে একটি কার্যসূচির মাধ্যমে ৬১র ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর ৯২তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি হারাণ দে-র পৌরোহিত্যে আয়োজিত এক সভায় আকসার প্রতিষ্ঠাতা প্রদীপ দত্ত রায়, বিশিষ্ট কবি লেখক কস্তুরী হোমচৌধুরী , সমাজ সেবী রমাপদ ভট্টাচার্য ও শিল্পী চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা প্রয়াত পাল চৌধুরীর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী।

