পরিতোষ পাল চৌধুরীর বার্ষিকী পালন চিলচরে

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : রবিবার শিলচরে একটি কার্যসূচির মাধ্যমে ৬১র ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর ৯২তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি হারাণ দে-র পৌরোহিত্যে আয়োজিত এক সভায় আকসার প্রতিষ্ঠাতা প্রদীপ দত্ত রায়, বিশিষ্ট কবি লেখক কস্তুরী হোমচৌধুরী , সমাজ সেবী রমাপদ ভট্টাচার্য ও শিল্পী চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা প্রয়াত পাল চৌধুরীর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী।

পরিতোষ পাল চৌধুরীর বার্ষিকী পালন চিলচরে
পরিতোষ পাল চৌধুরীর বার্ষিকী পালন চিলচরে

Author

Spread the News