সরলা বিড়লা জ্ঞানজ্যোতি স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : শিলচর মেহেরপুরের সরলা বিড়লা জ্ঞানজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলে ২৬ জানুয়ারি সাড়ম্বরে পালিত হয়। প্রথমে স্কুল প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত এই সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা সমাজসেবী উদয়শঙ্কর গোস্বামী সকাল ৮ টা ৩০ মিনিটে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। পরবর্তী সময়ে স্কুলের পরুয়া ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
উদয়শংকর গোস্বামী বক্তব্যে বলেন, প্রায় দুইশো বছর ধরে ব্রিটিশ শাসন দ্বারা ১৯৪৭ সালের আগে ভারত একটি দাস দেশ ছিল। স্বাধীনতা সংগ্রামীদের বহু বছরের কঠোর সংগ্রাম ও আত্ম বলিদানের পর অবশেষে ভারত ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা অর্জনের পর, ভারত তার নিজস্ব সংবিধান গঠন ও বাস্তবায়নের পাশাপাশি নিজেকে ভারতীয় প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। এর আগে, স্বাধীনতার ঠিক পরে, ভারতের কোনো স্থায়ী সংবিধান ছিল না।

এদিন অন্যান্যদের উপস্থিত ছিলেন শ্রাবণী চৌধুরী, অঞ্জনা সিংহ, প্রিয়ঙ্কা বনিক, কদমতে পোহতাম, গৌরহরি বণিক, সুদেষ্ণা মালাকার, পারমিতা দে, নবনীতা দেব, পায়েল বণিক, কাকলি কর, সাতরূপা দেব, কাবেরী দাস, সুচরিত নাথ, ডাঃ তীর্থঙ্কর রায় প্রমুখ।

