রাধামাধব কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহের সূচনা
ক্রীড়াসুলভ ও বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে খেলতে হবে পড়ুয়াদের : কালীপদ দাশ___
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : রাধামাধব কলেজ গেমস এবং স্পোর্টস সেলের উদ্যোগে সোমবার থেকে শুরু হলো কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ। পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া সপ্তাহের সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী। পাঁচ দিনব্যাপী চলবে ইনডোর ও আউটডোর গেমসের বিভিন্ন ইভেন্টের খেলা।
প্রথম দিন ইনডোর গেমস গুলি অনুষ্ঠিত হয়েছে যারমধ্যে ছিল ছেলে ও মেয়ে উভয় বিভাগের ব্যাডমিন্টন, ক্যারম, দাবা, চাইনিজ চেকার, টেবিল টেনিস ইত্যাদি। এদিন ছেলেদের দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মানব দে ও রানার্স হয়েছে পার্থ নাথ, অনুরূপ ভাবে মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনন্দিতা সিনহা ও রানার্স হয়েছে পলচিন দেব। এদিকে ছেলেদের টেবিল টেনিসে চ্যাম্পিয়ন এর শিরোপা অর্জন করেছে সহদেব দাস ও রানার্স হয়েছে সঞ্জীব চন্দ্র শীল। চাইনিজ চেকার খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আনন্দিতা সিনহা ও রানার্স হয়েছে কাকলি সুত্রধর। তাছাড়া ক্যারম খেলায় মেয়েদের সিঙ্গেল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নিকিতা নাথ ও রানার্স হয়েছে আনন্দিতা সিনহা এবং ডাবল্সে চ্যাম্পিয়ন হয়েছে আনন্দিতা সিনহা ও চাপরী রিয়াং জুটি এবং রানার্স হয়েছে কাকলি সুত্রধর ও নেহা চৌধুরী জুটি। এদিকে ক্যারম প্রতিযোগিতায় ছেলেদের সিঙ্গেল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রোহন রায় এবং রানার্স হয়েছে উদয় দেব।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ গেমস, স্পোর্টস এণ্ড কালচারেল সেলের দুই কো-অর্ডিনেটর যথাক্রমে অধ্যাপক ড. কালীপদ দাশ ও ড. রুমা নাথ চৌধুরী, আইকিউএসির কো-অর্ডিনেটর ও দুই সহকারী কো-অর্ডিনেটর যথাক্রমে ড. সোনালি চৌধুরী, ড. অরুণাভ ভট্টাচার্য ও ড. স্বর্ণালী রায় চৌধুরী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. নবনিতা দেবনাথ, অধ্যাপক ড. সূর্য্যসেন দেব, ড. সি এইচ মণিকুমার সিংহ, ড. এম সানি সিংহ, ড. পিয়া দাস, নম্রতা নাথ, দেবজানি দেব, সুরভি ঘোষ, শাওন চক্রবর্তী, সোনালি চন্দ প্রমুখ। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতায় ছিলেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পিটার নোয়া রংমাই, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, লাইব্রেরি কর্মী কমলেশ দাশ ও উজ্জ্বল কর্মকার ।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, শুধুমাত্র ক্লাসে গিয়ে পড়াশোনা করাই শিক্ষা অর্জন শেষ নয়, ক্লাস রুমের বাইরেও আমাদের শিক্ষা জগৎ রয়েছে যেমন খেলাধূলা, শরীরচর্চা ইত্যাদি কাজেই এসব বিষয়েও মনোনিবেশ করা একান্ত প্রয়োজন। তিনি সকল পড়ুয়াদের ক্রীড়া সপ্তাহে অংশগ্রহণ করে সেটাকে সফল করে তোলার আহ্বান জানান। এদিকে, কলেজের গেমস এবং স্পোর্টস সেলের আহ্বায়ক ডঃ কালীপদ দাশ পাঁচদিনের ক্রীড়া সপ্তাহে শৃঙ্খলা মেনে খেলাধূলা করার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আবেদন রাখেন। তিনি বলেন যেহেতু কলেজ পড়ুয়ারা নিজেদের মধ্যে খেলাধূলা করবে কাজেই সবাইকে ক্রীড়া সুলভ ও বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়েই একে অপরের সাথে খেলতে হবে। কালীপদ বাবু জানান ক্রীড়া সপ্তাহের সমাপ্তির দিন প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের স্মারক সম্মাননা ও শংসাপত্র দিয়ে সংবর্ধিত করা হবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিজন ছাত্র ছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। নিজের বক্তব্যে ডঃ রুমা নাথ চৌধুরী বলেন খেলাধূলার মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতা পাওয়া যায় এবং খেলাধূলা আমাদের মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে কাজেই এসব দিক খেয়াল রাখতে হবে ছাত্র ছাত্রীদের । তিনি সবাইকে খেলাধূলার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।

