রাধারমণ গোস্বামী জিউর পূণ্য স্মরণ উৎসব সম্পন্ন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : বাজারিছড়ার কালাছড়াস্থিত সেবাশ্রমে ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর পূণ্য স্মরণ উৎসব অত্যন্ত ভক্তিভরে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে রবিবার।
শনিবার বিকেলে প্রভুর প্রতিকৃতি সহযোগে এক বর্ণাঢ্য শুভাযাত্রার মাধ্যমে গঙ্গা আবাহন করে এই ধর্মীয় উৎসবের সূচনা করা হয়। এরপর সন্ধ্যা পাঁচটায় অনুষ্ঠিত হয় প্রভুর শতনাম সঙ্গীত। সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সমবেত উপাসনার মধ্য দিয়ে উৎসবের অধিবাস সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট বক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

রবিবার ভোর পাঁচটায় মঙ্গলারতির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে পূজার্চনা, সকাল আটটায় বাল্যভোগ, সাড়ে আটটায় গীতা পাঠ এবং নয়টায় গুরুপূজা অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দীক্ষাদান কার্যক্রম পরিচালনা করেন বারইগ্রাম রাধারমণ আশ্রমের প্রধান সেবাইত প্রণবানন্দ দাস বাবাজী। দুপুর বারোটায় মধ্যাহ্নভোগ ও আরতির পর দুপুর সাড়ে বারোটায় প্রভুর প্রতি পূষ্পাঞ্জলি নিবেদন করা হয়। দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে প্রভুর ভজন কীৰ্তন ও সঙ্গীতানুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন বাজারিছড়া রাধারমণ সংঘের কীর্তনীয়া দল।

শেষে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত উপাসনার মাধ্যমে এই দুইদিনব্যাপী পূণ্য স্মরণ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।