সভাপতি হিসেবে কারও কাছ থেকে ১ টাকাও নেবেন না বলে দায়িত্ব নিলেন রূপম
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : কাছাড়ের নবনিযুক্ত জেলা সভাপতি রূপম সাহা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন। রবিবার জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সভায় দায়িত্ব সমঝে নেন সাহা। তাঁর হাতে প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় দায়িত্বভার তুলে দেন। সাহা নিজের অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে চলে থাকা সরকারের প্রচেষ্টা ও চিন্তাধারাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। এছাড়া সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন সহ জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চায়েত ও পুর নিগমের নির্বাচন থেকে শুরু করে ২০২৬এর বিধান সভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব সহকারে কাজ করে যাবেন তিনি। দলের নতুন ও প্রবীণ সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পাশাপাশি দলের ভেতকে জেলা স্তরে আরও শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি।
সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর রূপম সাহা সবার সমর্থন ও শুভেচ্ছা সহ সহযোগিতা কামনা করেছেন। সতর্কবার্তা দিয়ে অঙ্গিকার ব্যক্ত করে বলেন, “সভাপতি হিসেবে তিনি কারও কাছ থেকে ১ টাকাও নেবেন না। কেউ এনিয়ে কথা বলার সুযোগ পাবেন না। “রূপমের আগে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী জেলা সভাপতি বিমলেন্দু রায়ও দাবি করেন তিনি কোনও কার্যালয় থেকে নেননি টাকা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায় এবং দলের সাংগঠনিক প্রক্রিয়ায় “ডিস্ট্রিক্ট রিটানিং অফিসার”-এর দায়িত্বপ্রাপ্ত সুব্রত নাথও। উপস্থিত ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, দুই বিধায়ক মিহির কান্তি সোম ও নিহার রঞ্জন দাস, দুই প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল, অমরচাঁদ জৈন, কণাদ পুরকায়স্থ নিত্যভূষণ দে, শশাঙ্ক শেখর ধর সহ দলের স্টেট কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত শ্যামল দেব, বিদ্যাবতী সিং, গীতন নাথ ও মৃণাল ভট্টাচার্য প্রমুখ।