রাইজর দলের যোগদান কর্মসূচি শিলচরে

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : রাইজর দলের কাছাড় জেলার কমিটির উদ্যোগে শিলচরে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার শিলচরের এক অভিজাত হোটেলে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উধারবন্দ, সোনাই, লক্ষীপুর কেন্দ্র থেকে প্রায় ৫০ জনের বেশী লোক যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাইজর দলের কাছাড় জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রত্যেকটি জিপিতে প্রার্থী দেবে রাইজর দল। এতে প্রচারে নামবেন দলের বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উধারবন্দ, সোনাই ও লক্ষীপুর নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এসব অঞ্চলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বভার সমঝে দেওয়া হয়। এবং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি চূড়ান্ত বলে জানান জেলা সভাপতি।

রাইজর দলের যোগদান কর্মসূচি শিলচরে

Author

Spread the News