মন্ত্রিত্ব লাভ করে ঘরে ফিরে মাকে বুকে জড়িয়ে নিলেন কৃষ্ণেন্দু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : প্রতিজন মা-বাবা সন্তানের সাফল্য কামনা করেন। আবার অনেকেই নিজের চোখে দেখে যান সন্তানের সাফল্য। আবার কেউ বিধির বিধান মেনে দেখার আগে পরপারে পাড়ি দেন। যেকোন ক্ষেত্রে সন্তানের সাফল্য মা-বাবার সবচেয়ে বড়প্রাপ্তি। খুশিতে বুক ভরে যায় তাঁদের। আর এমনটাই দেখা গেল পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণন্দু পালের মায়ের ক্ষেত্রেও। ছেলে মন্ত্রী হয়ে ঘরে ফিরলে বুকে জড়িয়ে নিলেন সন্তানকে বছর ছিয়াত্তরের মা বাণীরানি পাল।

মন্ত্রিত্ব লাভ করে ঘরে ফিরে মাকে বুকে জড়িয়ে নিলেন কৃষ্ণেন্দু

মন্ত্রিত্ব লাভ করে প্রথম দিন ঘরে ফিরে মাকে দেখার পরই আবেগে আপ্লুত হয়ে গলায় জড়িয়ে ধরে মায়ের কাছে আশীর্বাদ চাইলেন কৃষ্ণেন্দু পাল। মা-ও ছেলের এই প্রাপ্তিতে বেজায় খুশি। ঘরের ছেলে, বুকের মানিকের মাথায় ফুল-চন্দন ছিটিয়ে গলায় মালা পরিয়ে ছেলের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইলেন বাণীরানি পাল।

মন্ত্রিত্ব লাভ করে ঘরে ফিরে মাকে বুকে জড়িয়ে নিলেন কৃষ্ণেন্দু

Author

Spread the News