শিলচরে আসছেন বিখ্যাত তবলাবাদক প্রাণগোপাল ও সেতারবাদক সুপ্রতীক

বরাক তরঙ্গ, ২১ মে : সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সুর সাধক সুরেন চক্রবর্তী স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে চলেছে শিলচরে। আগামী ২৪ মে বুধবার বঙ্গভবনে বিকেল চারটায় এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। এতে অনুষ্ঠান করবেন কলকাতার বিখ্যাত তবলাবাদক প্রাণগোপাল বন্দোপাধ্যায়। থাকবেন সেতার বাদক আন্তর্জাতিক শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত। এতে আয়োজক সংস্থার শিল্পীদের পরিবেশনায় থাকবে গুচ্ছ অনুষ্ঠান। থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবেশ অবাধ।

মঙ্গলবার শিলচর রূপম কার্যালয়ে বিষয়টি নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সুর বাহারের সদস্যরা। সংস্থার সভাপতি তথা বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক অমরেন্দ্র চক্রবর্তী বলেন, ১১ বছরে পা দিয়েছে সুর বাহার। তাঁর বাবা প্রয়াত সুর সাধক সুরেন চক্রবর্তী উত্তর পূর্বাঞ্চলের একজন বরেণ্য সঙ্গীত শিক্ষক ও শিল্পী ছিলেন। তাঁর স্মৃতিতেই শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করছে সুর বাহার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত রুপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, অত্যন্ত মনোগ্রাহী একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সুর বাহার।

শিলচর শহরের শাস্ত্রীয় সঙ্গীত প্রিয় শ্রোতা ও দর্শকদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন নিখিলবাবু। তিনি জানান এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠান পরিবেশন করবেন অমরেন্দ্র চক্রবর্তী এবং তার পুত্র মেঘরাজ চক্রবর্তী।এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রা চক্রবর্তী ও মেঘরাজ চক্রবর্তী।

Author

Spread the News