ভারতের দীর্ঘতম অটল সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২ জানুয়ারি : প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বহু প্রতীক্ষিত অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অটল সেতু ভারতের দীর্ঘতম সেতু এবং এটি দেশের দীর্ঘতম সমুদ্র সেতুও।
এই সেতুটি প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সেতু, যার দৈর্ঘ্য সমুদ্রে প্রায় ১৬.৫ কিলোমিটার এবং স্থলভাগে প্রায় ৫.৫ কিলোমিটার।

এটি মুম্বই থেকে পুনে, গোয়া এবং দক্ষিণ ভারতে ভ্রমণের সময়ও অনেকটাই কমিয়ে দেবে। এই সেতুতে শুধুমাত্র চার চাকার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে। এর জন্য একদিকে ২৫০ টাকা টোল ট্যাক্স নেওয়া হবে। এর মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই দুই ঘণ্টার দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে

শনিবার সকালে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে অটল সেতু। এর আগে, মুম্বই ট্র্যাফিক পুলিশ সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ সেই যানবাহনের তালিকা শেয়ার করেছে যেগুলি সেতুতে চলতে দেওয়া হবে না।

মুম্বই ট্রাফিক পুলিশ যে গাড়িগুলিকে এই সেতুতে চলাচলের অনুমতি দেয়নি। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল, মোপেড, থ্রি-হুইলার টেম্পো, অটোরিকশা, ট্রাক্টর, ধীরগতির যানবাহন।

আজ, ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল সেতুর উদ্বোধন করেন। মুম্বইয়ের সেওরি থেকে রায়গড়ের নাভা সেভা পর্যন্ত যাবে এই সেতু। অটল সেতু নির্মাণের ফলে মুম্বই এবং পুনে এক্সপ্রেসওয়ে এবং গোয়া হাইওয়ের মধ্যে দূরত্বও কমে গিয়েছে। এটি একটি ৬ লেনের আধুনিক সেতু। প্রতিটি লেন ৩.৫ মিটার চওড়া। এই সেতু নির্মাণে প্রায় ১৭৭,৯০৩ মেট্রিক টন ইস্পাত এবং ৫০৪,২৫৩ মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এই পুরো প্রকল্প তৈরিতে খরচ হয়েছে ১৮ হাজার কোটি টাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে, এই সেতুর নামকরণ করা হয়েছে অটল সেতু। এই সেতুটি মুম্বই বন্দর এবং জওহরলাল নেহেরু বন্দরের মধ্যে সংযোগও উন্নত করবে।

Author

Spread the News