জনসংযোগ কর্মী প্রদীপ রায় প্রয়াত

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের হাইলাকান্দি ডিআইপিআরও অফিসের বড়বাবু প্রদীপ রায় আর নেই। তিনি বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন। মৃত্যু কালে বয়স‌ হয়েছিল ৪৯ বছর। ১৯৯৮ সালে তিনি বিভাগে কর্মচারী হিসেবে যোগ দেন। তিনি শিলচর এবং লক্ষীপুর বিভাগীয় কার্যালয়েও কাজ করেছেন। তিনি দীর্ঘদিন থেকে মধুমেহ এবং লিভারজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি শিলচরে দু’টি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার পর গুয়াহাটিতে একটি বেসরকারি নার্সিংহোমে প্রদীপ রায়কে স্থানান্তরিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে গুয়াহাটির নার্সিংহোম থেকে তাকে রিলিজ করা হয়। শিলচর নিয়ে আসার সময় রাস্তায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

প্রদীপ রায়ের মৃত্যুতে বৃহস্পতিবার বিকেলে হাইলাকান্দির জেলা তথ্য জনসংযোগ কার্যালয় এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে এক মিনিট বিদেহি আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জানানো হয়।

Author

Spread the News