রবীন্দ্রসদন কলেজ এসিটিএ ইউনিটের শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : অসম কলেজ শিক্ষক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইউজিসি নীতির পরিপন্থী অসঙ্গতিপূর্ণ পদোন্নতির বিরুদ্ধে এবং অন্যান্য দাবিতে শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী কর্মসূচি পালন করে এসিটিএ রবীন্দ্রসদন কলেজ ইউনিট। বৃহস্পতিবার রবীন্দ্রসদন কলেজের শিক্ষক সংস্থার সম্পাদক ড. দীপন ঘোষ প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকার সিনিয়র ও জুনিয়র শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে একটিই ডিউ ডেট নির্ধারণ করেছে যা ইউজিসি নীতির পরিপন্থী। এছাড়াও তিনি বলেন, এনপিএস বাতিল করে পুনরায় ওপিএস চালু করা, পিএইচডি ইনক্রিমেন্টের ব্যবস্থা করা, সময় মত ফিক্সেশন করা, মিউচ্যুয়াল বদলির ব্যবস্থা চালু করা ইত্যাদি দাবির সপক্ষে বক্তব্য রাখেন।

এদিন একটি দাবি সম্বলিত স্মারকপত্র স্বাক্ষর করে অসমের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে ই-মেল যোগে পাঠানো হয়। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিটিএ-র রবীন্দ্রসদন কলেজ ইউনিটের সভানেত্রী অধ্যাপিকা শ্রাবণী দাস সহ অন্যান্য সদস্যরা।

রবীন্দ্রসদন কলেজ এসিটিএ ইউনিটের শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা
রবীন্দ্রসদন কলেজ এসিটিএ ইউনিটের শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা

Author

Spread the News