যমুনোত্রীতে ঢল, সরু পাহাড়ি পথে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা পুণ্যার্থীরা

১২ মে : শুরু হয়ে গিয়েছে চারধাম যাত্রা। খুলেছে কেদারনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের দরজা। শুক্রবার সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল দেখা গেল যমুনোত্রীতে (Yamunotri)। তবে সরু পাহাড়ি পথে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন বহু পুণ্যার্থী। এমনকি ভিড় সামাল দেওয়ার জন্য এবং পুণ্যার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এক পুণ্যার্থী বলেন, ‘অত্যন্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে। কোনও সাহায্য পাচ্ছি না। ভিড়ের কারণে ঠিক মতো দাঁড়ানোর জায়গা নেই। লাইনে দু’ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে।’ ভিড়ের একটি ভিডিও বর্তমানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও উত্তরকাশীর পুলিশ সুপার জানিয়েছেন, যমুনোত্রীতে ভিড়ের যে ভিডি়ও ভাইরাল হয়েছে সেটি শুক্রবার বিকেলের। সেই সময় প্রবল বৃষ্টি হওয়ায় পুণ্যার্থীরা আশ্রয় খুঁজছিলেন। আর তার জেরেই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

Author

Spread the News