কাবুগঞ্জ-সোনাই সড়কে বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু 

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : গরুর বাছুর সামনে এসে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল একজনের আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার সন্ধ্যারাতে সোনাইয়ের বেরাবাক ১ম খণ্ডে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, সোনাই থেকে কাবুগঞ্জ অভিমুখে যাওয়ার সময় চান্দপুর জিপির বেরাবাক প্রথম খণ্ডে একটি গরুর বাছুর সামনে চলে যাওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে একজন পথচারীকে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মেরে ছিটকে পড়েন তারা। এতে গুরুতর ভাবে আহত হন পথচারী সহ দুই বাইক আরোহী। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। এবং খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে ও সোনাই থানায়।

দুর্ঘটনার খবর পেয়ে সোনাই থানার এএসআই কিরিতি দত্ত দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। এবং তিনি প্রাথমিক তদন্ত করে বাইকটি হেফাজতে নিয়ে যান। পথচারী নগদীরগ্রাম ৪র্থ খণ্ডের বাসিন্দা নজরুল চৌধুরী (৫৮)কে সঙ্ককটজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বাইক চালক ও আরোহী যথাক্রমে নগদীরগ্রাম ১ম খণ্ডের বাসিন্দা যুবক সাজ্জদুল লস্কর ও পূর্ব সোনাইর রখরপারের বাসিন্দা সাইদুল হক লস্কর গুরুতর আহত। তারা উভয়ই শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News