উদয়াস্ত বন্দেমাতরম মহামন্ত্র যজ্ঞে অংশগ্রহণ সরস্বতী বিদ্যানিকেতন শিক্ষার্থীদের

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : আর্য্য সংস্কৃতি বোধিনী সমিতির আয়োজিত উদয়াস্ত বন্দেমাতরম মহামন্ত্র যজ্ঞে অংশগ্রহণ করেন দক্ষিণ শিলচরের সরস্বতী বিদ্যানিকেতন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে সঙ্গীতা আচার্য্যা, জয়ন্তী চৌধুরীর নেতৃত্বে শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও বিভিন্ন সংস্থা-সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিল্পীরাও এই মহামন্ত্র যজ্ঞে অংশগ্রহণ করেন।

এ দিকে, তারাপুরস্থিত আর্য্য সংস্কৃতি বোধিনী সমিতির উদ্যোগে স্বাধীনতার ৭৬তম বর্ষপূর্তি সহ ঋষি অরবিন্দের ১৫১ তম জন্মবর্ষপূর্তি, আর্য্য সংস্কৃতি বোধিনী সমিতির ৪৬ তম বর্ষপূর্তি এবং ৩৬ তম বন্দেমাতরম উৎসব উপলক্ষে বুধবার বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন ফ্ল্যাগ অফ করে মিছিলের সূচনা করেন বড়খলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, শিলচর ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব ও আর্য্য সংস্কৃতি বোধীনি সমিতির সভাপতি পান্না পাল। মিছিলে আমন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করে ঘোষ প্রদর্শন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্বতঃস্ফূর্তভাবে আচার্য্যা, আচার্য্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

এদিনের মিছিলটি সমিতির আর্য্যভবন চত্ত্বর থেকে বের হয়ে ইন্ডিয়া ক্লাব, ট্রাঙ্ক রোড, ক্লাব রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে ফের সমিতির কার্যালয়ে এসে শেষ হয়।

Author

Spread the News