পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা, কাল থেকে মনোনয়ন জমা

পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা, কাল থেকে মনোনয়ন জমা

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : ঘোষণা হল পঞ্চায়েত নির্বাচনের তারিখ।  রাজ্য নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেছেন। বুধবার অসমের নির্বাচন কমিশনার অলোক কুমার সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিন ঘোষণা করেন। দু’টি পর্যায়ে ভোটগ্রহণ হবে। ২ ও ৭ মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে। পরীক্ষা হবে ১১ এপ্রিল। গণনা হবে ১১ মে।

নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। ব্যালট পেপারে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ভোটিং পারসেন্ট অনলাইনে জানা যাবে। ব্যালট বাক্স কোথায় যাবে, সবকিছু জানা যাবে অনলাইন ব্যবস্থার মাধ্যমে।

পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা, কাল থেকে মনোনয়ন জমা

প্রথম পর্যায়ে ভোট হবে কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি, তিনসুকিয়া ডিব্রুগড়,চড়াইদেও, শিবসাগর, মাজুলি যোড়হাট গোলাঘাট, ধেমাজি লখিমপুর, বিশ্বনাথ ও শেণিতপুর।

দ্বিতীয় পর্যায়ে ভোট হবে ধুবড়ি, দক্ষিণ শালমারা, মানকাচার, গোয়ালপাড়া, বঙাইগাঁও, বরপেটা, বজালি, নলবাড়ি, কামরূপ, কামরূপ (মেট্রো), হোজাই, নগাঁও, মরিগাঁও ও দরঙে।

পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা, কাল থেকে মনোনয়ন জমা

Author

Spread the News