হাইলাকান্দিতে কড়া নিরাপত্তায় মহরম পালন

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : প্রতি বছরের মতো এবছরও হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তায়  মহরম পালিত হযল। বিশ্বনবী হজরত মুহম্মদের দৌহিত্র হাসান ও হোসেনের কারবালার প্রান্তরে শহিদ হওয়াকে স্মরণ করে সমস্ত বিশ্বে ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র মহরম পালন করে থাকেন।

এই উপলক্ষে হাইলাকান্দি জেলা মহরম উৎসব কমিটির সহ-সভাপতি সেলিম উদ্দিন মীরা এবং সম্পাদক আব্দুল মন্নান বড়ভূইয়া জানান, সকাল দশটায় হাইলাকান্দি কাটলিছড়া বাসস্ট্যান্ডে থাকা জেলা মহরম কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করা হয়। এরপর হাইলাকান্দি এবং আলগাপুর এই দুই সার্কলের ২৪ টি আঞ্চলিক মহরম কমিটি ও প্রত্যেক আঞ্চলিক কমিটির অধীনে থাকা দশটি শাখা কমিটির পক্ষ থেকে মোট একশোটিরও বেশী তাজিয়া নিয়ে শোভাযাত্রা হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে ডিএসএর মাঠে সমবেত হয়।

হাইলাকান্দিতে কড়া নিরাপত্তায় মহরম পালন

মাঠে প্রায় দশ হাজারেরও অধিক ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা যোগদান করেন। সেখানে জারি গান, লাঠি খেলা, তলোয়ার খেলা, ঘোড়া দৌড় ইত্যাদি অনুষ্ঠিত হয়।

Author

Spread the News