জাতীয় ক্রীড়া দিবসে ধ্যানচাঁদ স্মরণ করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের       

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের উদ্যোগে হকির জাদুকর মেজর ধ্যান চাঁদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়।  তিনবারের অলিম্পিক সোনা জয়ী হকি তারকা ধ্যান চাঁদের প্রতিকৃতিতে সম্মান জানান হকি খেলোয়াড় এবং সংস্থার কর্মকর্তারা। আলেখারগুলে এদিন বিকালে একটি প্রদর্শনী হকি ম্যাচের আয়োজন করা হয়। ব্রাইট ফিউচার ইনস্টিটিউট বনাম বদরপুর একাদশের মধ্যে আয়োজিত ম্যাচটির একটিমাত্র অর্ধে খেলা হয়। প্রথমার্ধের খেলায় এদিন কোন‌ও গোল হয়নি।

ম্যাচ শেষে ধ্যানচাঁদের ক্রীড়া জীবন এর উপর আলোকপাত করেন করিমগঞ্জ হকি অ্যাকাডেমির ডিরেক্টর সেলিম আহমদ। এরপর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আনোয়ার হুসেন এবং হকি কোচ দীপক শুক্লবৈদ্য। প্রসঙ্গত, প্রথমার্ধের খেলার পর তুমুল বৃষ্টিপাতের জন্য ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

জাতীয় ক্রীড়া দিবসে ধ্যানচাঁদ স্মরণ করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের       
জাতীয় ক্রীড়া দিবসে ধ্যানচাঁদ স্মরণ করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের       

Author

Spread the News