শিলচরে রাইজর দলের যোগদান সভা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : রাইজর দলের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় এক যোগদানের সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে শিলচরের এক আভিজাত্য হোটেলের কনফারেন্স হলে যোগদানের সভা অনুষ্ঠিত হয়। যোগাদান পর্ব শেষে দলের সুপ্রিমো অখিল গগৈর বরাক সফরেকে নিয়ে এদিন একটি সভাও অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর বলেন, অসমের বিজেপি সরকারের একমাত্র বিরোধী দল হিসেবে পরিচিত রাইজর দল, এই দলের সুপ্রিমো অখিল গগৈ একমাত্র প্রতিবাদী নেতা যিনি অসমের জনগণের স্বার্থে কথা বলেন। আগামী সেপ্টেম্বর মাসে দলের সুপ্রিম বরাক সফরে আসছেন। এনিয়ে চলছে জোরদার প্রস্তুতি। তিনি আরও বলেন, বিজেপি দল এক সাম্প্রদায়িক দল, এই দলের শাসন থেকে জনগন মুক্তি চাইছে এবং আগামী নির্বাচন গুলোতে রাইজর দল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আইনজীবী ভাস্কর ভট্টাচার্য বলেন, বর্তমান দিনে যেভাবে বিজেপি সরকার রাজ্যে এপিডিএসএল স্মার্ট মিটার লাগিয়ে গরিব মানুষদের অর্থ লুঠে নিয়ে যাচ্ছে ,তা গুরুতর অন্যায় কাজ। তিনি বলেন, বেহাল রাস্তার সহ এইসব বিষয় নিয়ে আগামী দিনে রাইজর দল এক বিশাল আন্দোলন গড়ে তুলবে। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দেবজিৎ দেবনাথ, সম্পাদক রুবেল হোসেন বড়ভূইয়া, খালেদ মাঝারভূইয়া, মনজিত সেনগুপ্ত, মৃণাল মজুমদার, জনি আহমেদ মজুমদার, রশিদা বেগম মজুমদার, সুলতানা বেগম মজুমদার, জহুরা বেগম সহ অন্যান্যরা।

শিলচরে রাইজর দলের যোগদান সভা
শিলচরে রাইজর দলের যোগদান সভা

Author

Spread the News