শিলচরে নজরুলের প্রয়াণ দিবস পালন জন্মবার্ষিকী উদযাপন সমিতির
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : বিদ্রোহী কবি কাজী নজরুলের ৪৮তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন সমিতি, কাছাড়। বৃহস্পতিবার সকাল ১১ টায় শিলচরের পার্করোডে থাকা নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সমিতির সভাপতি সিহাব উদ্দিন আহমেদ এবং সম্পাদক নকুল রঞ্জন পাল। শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.অজয় রায়, নির্মল কুমার দাস, নেহারুল আহমেদ মজুমদার, সুব্রত চন্দ্র নাথ, মিলন উদ্দিন লস্কর, সাদ্দিক আহমেদ লস্কর, প্রশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, এআইডিএসও’র কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস প্রমুখ। শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের পর উপস্থিত নজরুল অনুরাগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সিহাব উদ্দিন আহমেদ এবং সমিতির উপদেষ্টা সুব্রত চন্দ্র নাথ। তাঁরা বলেন, পরাধীন ভারতে শোষিত মানুষের প্রতিনিধি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে কথাগুলি বলেছিলেন আজ দেশের স্বাধীনতার ৪৮ বছর পরও সমাজে যে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে তাতে সেই কথাগুলি আবারও প্রাসঙ্গিকতা হয়ে উঠেছে। ব্রিটিশের অধীনে থাকা ভারতবর্ষের মতোই আজকেও সমাজে অন্যায়ের প্রতিবাদকারী সঠিক মানুষ গড়ে না উঠার পদক্ষেপ হিসাবেই অবক্ষয়িত সমাজে চারিদিকে যখন অরাজকতার পরিবেশ সৃষ্টি হচ্ছে, ঠিক তখনই মানুষকে বিভাজিত করতে ব্রিটিশদের মতোই মানুষে মানুষে দ্বন্দ্ব লাগানোর চক্রান্ত চলছে। তাই নজরুল ইসলাম আজও প্রাসঙ্গিক। তারা সর্বস্তরের মানুষকে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রে পা না দিতে এবং নজরুল ইসলামের চিন্তাকে পাথেও করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানান।